Police, Daspur, মদ্যপ যুবকদের গন্ডগোল থামাতে গিয়ে দাসপুরে আক্রান্ত পুলিশ, এলাকায় উত্তেজনা, রয়েছে পুলিশ পিকেট

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ মার্চ: ফের আক্রান্ত পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুর। ভাঙ্গচুর হলো পুলিশের গাড়ি, নামলো র‍্যাফ।

গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের ওপর আক্রমণ হয়েছে। এইবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকায় দুই দল মদ্যপ যুবকদের মধ্যে গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। নামলো র‍্যাফ। ঘটনায় একজন পুলিশ কর্মীর মাথা ফাটে। এলাকায় যায় উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী।

দাসপুর থানার সাগরপুর এলাকায় মঙ্গলবার রাতে চলছিলো গ্রামের পুজো। অভিযোগ, সেখানেই শুরু হয় মদ্যপ অবস্থায় গন্ডগোল। গন্ডগোল চলতে চলতে তা বিশাল আকার ধারণ করে। ঘটনার খবর যায় দাসপুর থানায়। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ, সেই সময় এক যুবক মন্দিরের আট চালায় পড়ে যায়। ওই যুবককে প্রথমে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

গ্রামের বেশ কিছুজনের দাবি, ওই যুবককে পুলিশ মেরেছে, তার কারণেই সে পড়ে গেছে। অপরদিকে পুলিশের দাবি, নিজেদের মধ্যে গন্ডগোল করতে করতে এই পরিণতি হয়েছে। এলাকার মানুষ পুলিশকে ঘিরে ধরে, শুরু হয় পুলিশের সাথে তুমুল গন্ডগোল। গন্ডগোল চলতে চলতে এক পুলিশের মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা। ওই পুলিশ কর্মীকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অকথ্য ভাষায় গালি দেওয়া হয় পুলিশ কর্মীদের, এমনকি পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙ্গচুর করা হয়। ঘটনাস্থলে যায় মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায়, ঘাটালের সিআই বিশ্বজিৎ মন্ডল, ওসি দাসপুর, ওসি ঘাটাল, সাথে বিশাল র‍ ্যাফ বাহিনী। রাতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জনকে গ্রেফতার করা হয়।
এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী, ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামে রয়েছে পুলিশ পিকেট এখন এলাকা থমধমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *