নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ জানুয়ারি:
২০২১-এর বিধানসভা ভোটের আগে ফের রাজ্যে “রথযাত্রা” করবে বিজেপি। আগামী ফেব্রুয়ারি মাসেই রাজ্যের পাঁচটি জায়গা থেকে এই যাত্রা বের করবে গেরুয়া শিবির। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই রথযাত্রাগুলি হবে।
প্রসঙ্গত, বিগত লোকসভা নির্বাচনের আগেও রথযাত্রা কর্মসূচি নিয়েছিল রাজ্য বিজেপি। প্রথমে এই রথযাত্রা কর্মসূচিতে রাশ টেনেছিল রাজ্য সরকার। যাত্রা বার করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। কলকাতা হাইকোর্টের নির্দেশে এরপর রাজ্যজুড়ে যাত্রা বার করতে সমর্থ হয়েছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা।
এই রথযাত্রা যে বিজেপিকে ২০১৯ সালের লোকসভা ভোটে সাফল্যের মুখ দেখিয়েছে তা মানছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সেই জন্যই লোকসভা ভোটের আগে ফের রথযাত্রা বার করার পরিকল্পনা গ্রহণ করেছেন অমিত শাহরা। দলীয় সূত্রে খবর, এব্যাপারে দিল্লিতে একটি বৈঠক করেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যের ২৯৪টি বিধানসভায় এই রথযাত্রা যাবে বলে দলীয় সূত্রে খবর। যাত্রা কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। টানা একমাস ধরে এই কর্মসূচি চলবে বলে বিজেপি সূত্রে খবর।