প্রতিবাদী কৃষক নেতা, আন্দোলন সমর্থনকারী সহ ৪০ জনকে সমন এন আই এর, ক্ষোভ প্রকাশ আকালি দলের

আমাদের ভারত, ১৭ জানুয়ারি: নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের সঙ্গে জড়িত একটি মামলার তদন্তের জন্য কৃষক নেতা বলদেব সিং সিরসা এবং পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু সহ ৪০ জনকে সমন পাঠিয়েছে এনআইএ। এই অভিনেতা কৃষক আইন বিরোধী আন্দোলনে কৃষকদের নানাভাবে সাহায্য করেছিলেন। রবিবার তাকে দিল্লিতে এনআইএ দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। এছাড়াও খালসা এইড সংগঠনের দুজনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমন পাঠিয়েছে। আন্দোলনকারি কৃষকরা এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছে শিরোমণি আকালি দল।

কেন্দ্র সরকার প্রতিবাদরত কৃষকদের মধ্যে নানাভাবে ভাঙন ধরাতেই এই পদক্ষেপ বলে অভিযোগ। দলের নেতার সুখবীর সিং বাদল টুইটারে লিখেছেন এনআইএ ও ইডিকে দিয়ে ডেকে পাঠিয়ে কৃষক আন্দোলনে ভাঙন ধরানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার। এর তীব্র বিরোধিতা করছি। ওরা দেশদ্রোহী না। নবম দফায় বৈঠক ব্যর্থ হওয়ার পর ছবিটা এখন স্পষ্ট। কেন্দ্র সরকার চাইছে যেভাবেই হোক কৃষক আন্দোলন ভাঙতে।

এদিকে খালসা সংগঠনটিও প্রথম থেকেই কৃষি আইন বিরোধী আন্দোলনকারীদের নানাবিধ ও নিত্যপ্রয়োজনীয় পরিষেবাও জিনিস দিয়ে সাহায্য করে আসছে। এই সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। বিবৃতিতে তারা লিখেছেন, কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত বাসচালক থেকে কৃষক নেতা অনেককেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠানোর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ওদের তদন্তকারী সংস্থার দেশদ্রোহিতা ও সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে তদন্ত করে দেখতে চাইছে। আমাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আমরা তদন্তে সম্পূর্ণ সাহায্য করবো।

নয়াকৃষি আইনের বিরুদ্ধে হাজার হাজার কৃষক দিল্লি সীমান্তে প্রতিবাদ দেখাচ্ছেন। বিজেপির একাধিক নেতা দাবি করেছেন এই আন্দোলনের দেশদ্রোহী শক্তি সাহায্য করছে। আমেরিকার একটি খালিস্তানি সংগঠন হলো এই শিখস ফর জাস্টিস। কেন্দ্র অনেক আগেই এদের নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে সেই সংগঠনের সঙ্গে জড়িত ঘটনার তদন্তের জন্য কৃষক নেতা ও সমর্থকদের সমন পাঠানোয় বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *