কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জানুয়ারি: রবিবার সকালে মেদিনীপুর সাইকেলার্স ক্লাবের উদ্যোগে ফিট ইন্ডিয়া স্লোগান তুলে মেদিনীপুর কলেজ ময়দান থেকে শুরু হয় সাইক্লোথন।
রবিবার সকালে মেদিনীপুর কলেজ মাঠে পতাকা নেড়ে সাইকেল র্যালির উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পরিবহণ আধিকারিক অমিত দত্ত। ওই অনুঠানে উপস্থিত ছিলেন পর্বতারোহী লিপিকা বিশ্বাস সহ আরও অনেকে।
সাইকেল র্যালির উদ্যোক্তা নবনীতা মিশ্র, দিগন্ত ভুঁইঞা সহ শতাধিক পুরুষ ও মহিলা সাইকেল নিয়ে সাইকেল র্যালি অংশ গ্রহণ করে। মেদিনীপুর শহরের পঞ্চুরচক, এলআইসি, কেরানিতলা, বটতলা, গোলকুঁয়াচক হয়ে পুনরায় মেদিনীপুর কলেজ মাঠে এসে সাইকেল র্যালি শেষ হয়। দূষণ ঠেকাতে ও মানুষকে সুস্থ থাকার বার্তা দিয়ে এদিনের সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। ওই সাইকেল র্যালি দেখতে মেদিনীপুর কলেজ মাঠে বহু মানুষ ভিড় জমায়।