টিকা নেওয়ার পর শরীরে এলার্জি, দিল্লি এইমসের কর্মীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে

আমাদের ভারত, ১৭ জানুয়ারি:করোনা টিকাকরনের পর গুরুতর কোন পার্শপ্রতিক্রিয়া খবর নেই বলে জানিয়েছিল সরকার। কিন্তু দেশজুড়ে টিকাকরণ শুরুর প্রথম দিনে ভ্যাকসিন দেওয়া বেশ কিছু স্বাস্থ্য কর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এইমসের বছর কুড়ির এক নিরাপত্তারক্ষীর ভ্যাকসিন নেওয়ার পরই তার শরীরে লাল র্যাস বা এলার্জির উপসর্গ দেখা দেয়। তাকে আপাতত হাসপাতালে রাখা হয়েছে। চিকিৎসকরা তার উপর নজর রাখছে। হঠাৎ করেই তার পালস রেটও কমে গিয়েছে।

কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি ভ্যাকসিন জরুরী ভিত্তিতে প্রয়োগের অনুমতি মিলেছে। জানা গেছে এইমসের ওই নিরাপত্তারক্ষীকে কোভ্যাকসিন দেওয়া হয়েছিল। তার পরেই তার শরীরে এলার্জির উপসর্গ দেখা দেয়। টিকাকরণের প্রথম দিন দেশের ১২ রাজ্যের স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের টিকা দেওয়া শুরু হয়েছিল। শনিবার এইমসের ৯৫জন স্বাস্থ্য কর্মীকে কোভ্যাকসিন দেওয়া হয়। তবে ওই নিরাপত্তারক্ষী ছাড়া বাকি কারো শরীরে কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

ভারত বায়োটেক টিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশের চিকিৎসকদের একাংশ। শনিবার দিল্লিতে মোট ৪৩১৯ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার পর মোট ৫১ জনের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে বলে খবর। ভারত বায়োটেক সংস্থার তরফের জানানো হয়েছে ভ্যাকসিন নেওয়ার পর কারোর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ক্ষতিপূরণ দেবে সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *