Marichjhapi Day, BJP, “মরিচঝাঁপি গণহত্যা: কমিউনিস্ট শাসনের নৃশংস কালো অধ্যায়”, স্মরণে বিজেপি

আমাদের ভারত, ৩১ জানুয়ারি: সুন্দরবনের মরিচঝাঁপির ৪৬-তম বর্ষপূর্তির ঘটনা শুক্রবার স্মরণ করল বিজেপি। ঘটনাস্থলে সমাবেশ এবং সামাজিক মাধ্যমে স্মরণ করা হয় দিনটিকে।

এ ব্যাপারে বিজেপি নেতা দেবজিৎ সরকারের এক্স-বার্তার লেখা শেয়ার করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ঘটনাস্থলে গিয়েছেন রাহুল সিনহা।

দেবজিৎবাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “১৯৭৯ সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মরিচঝাঁপিতে ঘটে এক বর্বর গণহত্যা। বাংলাদেশ থেকে বিতাড়িত নিম্নবর্ণের হিন্দু শরণার্থীরা সিপিআই(এম)-এর প্রতিশ্রুতিতে আশ্রয়ের আশায় এখানে বসতি গড়ে তোলে। কিন্তু জ্যোতি বসুর সরকার প্রতারণা করে, বরং তাদের নির্মূল করতেই চায়।

সরকার খাদ্য, জল, ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়। ২৪-৩১ জানুয়ারি পুলিশ ও পার্টি ক্যাডাররা গুলি চালিয়ে হাজার হাজার শরণার্থীকে হত্যা করে। নারী ও শিশুরাও রেহাই পায়নি। লাশ নদীতে ফেলে কুমিরের খাবার বানানো হয়, আহতদের বাঘের জঙ্গলে ছুঁড়ে দেওয়া হয়। ধর্ষণ, অগ্নিসংযোগ—সবই চলে নির্মমভাবে।

এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে প্রচারমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা হয়। বিচার হয়নি, হয়নি স্বীকারোক্তি। গণহত্যা চাপা পড়ে গেছে বাম-অন্ধ বুদ্ধিজীবীদের চাটুকারিতায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *