Taslima, Muslim, “বাঙালি মুসলমান জাতটাই এখন একটা নিকৃষ্ট চোরের জাত”, তোপ তসলিমার

আমাদের ভারত, ৭ ফেব্রুয়ারি: বাংলাদেশের ভাঙ্গচুর নিয়ে শুক্রবার ফের তোপ দাগলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “৩২ নম্বরের ধ্বংসস্তূপে শত শত লোক দাঁড়িয়ে আছে। তারা মাটি খুঁড়ে দেখছে কোনও গর্তে টাকা পয়সা উঁকি দিচ্ছে কি না, কোথাও ধন দৌলত লুকোনো আছে কি না। পেলেই লুট করবে। দু’হাতে যত পারে নিয়ে দৌড়োবে বাড়ির দিকে। তারা ইতিউতি আয়নাঘর খোঁজে, ওখানেও কিছু জিনিসপত্র আছে কিনা, থাকলে সেসব মাথায় নিয়ে দৌড়োবে বাড়ির দিকে।

বাঙালি মুসলমান জাতটাই এখন একটা নিকৃষ্ট চোরের জাত। হাসিনার ওপর রাগের এদের প্রধান কারণ হাসিনা এবং তাঁর পেয়ারের লোকেরা প্রচুর টাকা চুরি করেছে, অথচ তারা করতে পারেনি চুরি। তারাও যদি চুরি করতে পারতো, তাহলে রাগ বলতে কিছু থাকতো না।”

অপর একটি পোস্টে তিনি লিখেছেন, “ধার্মিকদের বশ করার বদ উদ্দেশ্য নিয়ে ৫৬০টি মডেল মসজিদ বানিয়েছিলেন হাসিনা। হাসিনার অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে যেসব ইমারত ধ্বংস করা হচ্ছে, সেসবের নির্মাতা হাসিনা নন।

যদি বৈষম্য বিরোধী বিপ্লবী, ছাত্রজনতা তাঁর নির্মিত ৫৬০টি মডেল মসজিদ আজ ভেঙ্গে গুঁড়ো করে অথবা পুড়িয়ে ছাই করে– তাহলেই হাসিনার বিরুদ্ধে নেওয়া হবে সত্যিকার প্রতিশোধ। তাই দেরি নয়, হাতুড়ি শাবল নিয়ে এগিয়ে চলুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *