Bridge, Chemia Canal, হুমগড়ের চেমিয়া খালের উপর তৈরি ব্রিজটি ভেঙ্গে দুর্ভোগে আটটি গ্রামের বাসিন্দারা, টনক নড়ছে না প্রশাসনের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের ৮ ও ৯ নম্বর অঞ্চলের যোগাযোগকারী হুমগড়ের চেমিয়া খালের উপর তৈরি ব্রিজটি ভগ্নপ্রায়, এরফলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে প্রায় দুটি অঞ্চলের আটটি গ্রামের মানুষজদের। স্থানীয়দের অভিযোগ, খালের উপর তৈরি ব্রিজটি প্রায় ১০ বছর আগে ভেঙ্গে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে আট থেকে ন’টি গ্রামের মানুষকে। স্কুল পড়ুয়া, স্থানীয় কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে ওই ভগ্নপ্রায় ব্রিজটির উপর দিয়ে।

স্থানীয় বাসিন্দা মদন মল্ল ও ছবি মল্ল জানিয়েছেন, এর আগে ব্রিজটির মেরামতির জন্য প্রশাসনের কাছে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। তাই অবিলম্বে ব্রিজটির মেরামত না করলে যে কোনো সময় ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা। যেহেতু অধিকাংশই এলাকাই কৃষি এলাকা, তাই শাক সবজি রপ্তানির ক্ষেত্রেও নানান সমস্যা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *