আমাদের ভারত, ১১ মার্চ: ৮ বিঘা জমি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র আকার ধারণ করল চোপড়া। ঘটনায় আক্রান্ত হয়েছে বহু মহিলা ও শিশু। জমির কাছে রাখা খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে এখনও এলাকা থমথমে।
চোপড়ার চেতনাগাছ এলাকার ৮ বিঘা জমির মালিকানা নিয়ে এই অশান্তি দীর্ঘদিনের। এলাকার বাসিন্দা মহম্মদ হাকিমুদ্দিনের দাবি, ওই জমি তাঁর পৈতৃক সম্পত্তি। এদিকে অন্য একদল জমি দখল করতে দীর্ঘদিন ধরে এক যুবকের উপর চাপ সৃষ্টি করছিল বলে অভিযোগ। সোমবার রাতেও একটি দল হাকিমুদ্দিনকে হুমকি দেয় বলে অভিযোগ।
মঙ্গলবার সকালে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। একদল দুষ্কতী ওই গ্রামে হানা দেয়। তারা জমিতে ট্রাক্টর চালাতে শুরু করে। সেই সময় হাকিমুদ্দিন বাড়িতে ছিলেন না। প্রতিবাদ করেন পরিবারের মহিলা সদস্যরা। সেই ঘটনাকে কেন্দ্র করেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।