Bratha Basu, TMC, বেসরকারি স্কুলে লাগামহীন ফি-বৃদ্ধি আটকাতে বিল আনছে রাজ্য সরকার, জানালেন ব্রাত্য বসু

আমাদের ভারত, ১১ মার্চ: প্রায় প্রতিনিয়ত বেসরকারি স্কুলগুলিতে লাগামহীন ভাবে ফি বাড়ানোর অভিযোগ ওঠে। যার চাপে পড়ে নাস্তানাবুদ অবস্থা মধ্যবিত্ত অভিভাবকদের। তবু সন্তানদের শিক্ষায় বিন্দুমাত্র ত্রুটি যাতে না হয় তার জন্য পকেটের চাপ সামলনোর নিরলস চেষ্টা থাকে তাদের। এবার এই লাগাম ছাড়া ফি বৃদ্ধি রুখতে বা ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে বিশেষ পদক্ষেপ করার কথা ভাবছে রাজ্য সরকার।

শীঘ্রই বিধানসভায় এই নিয়ে বিল আনা হতে পারে বলে মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সোমবার থেকে বিধানসভায় দ্বিতীয় ভাগের অধিবেশন শুরু হয়েছে, চলবে কুড়ি তারিখ পর্যন্ত। মঙ্গলবার অধিবেশন চলাকালীন বিজেপির এক বিধায়ক বেসরকারি স্কুলগুলির লাগামহীন ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। সরকারের পদক্ষেপের কথা জানতে চান তিনি।

তার জবাব দিতে গিয়ে ব্রাত্য বসু জানান, স্কুলের ফি বৃদ্ধি অভিভাবকের উপর চাপ থেকে শুরু করে নানা অভিযোগ আসছে সরকারের কাছেও। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তারা ভেবেছেন। আগামী দিনে সরকার বেসরকারি স্কুলের ফি-বৃদ্ধির বিষয়ে একটি বিল আনতে চলেছে বলে জানিয়েছেন ব্রাত্য বসু। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর এই বক্তব্যকে সমর্থন জানান।

স্বাস্থ্য কমিশনের ধাঁচে বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে তৈরি হবে একটি কমিশন। উচ্চ হাড়ে ফি-বৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধান হবে এই কমিশনের মাধ্যমে।

তবে এটা প্রথম নয়। এর আগেও ২০২৩ সালে অনুমোদনক্রমে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন তৈরির তোরজোর করেছিল রাজ্য মন্ত্রিসভা। এই কমিশনে ১১ সদস্যের থাকার কথা। স্কুল শিক্ষা কমিশনার প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা সংসদে সভাপতি শিক্ষামন্ত্রী মনোনীত দু’জন শিক্ষাবিদ ও এ ছাড়া সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের প্রতিনিধিদেরও থাকার কথা কমিশনে। তবে দু’ বছরে সেই কাজে এগোয়নি। তাই এবার আবার মধ্যবিত্তের উপর থেকে ফি বৃদ্ধির বোঝা কমাতে কমিশন গঠনের এই পরিকল্পনা কতটা কার্যকর করতে পারে রাজ্য সরকার তা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *