polling workers, Bankura, প্রশিক্ষণে গড় হাজির ভোট কর্মীদের শোকজ নোটিশ বাঁকুড়ায়, দ্বিতীয় দফায় প্রশিক্ষণ ২০ ও ২১ এপ্রিল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ এপ্রিল: প্রথম দফায় প্রশিক্ষণে গড়হাজির কর্মীদের শোকজ নোটিশ পাঠালো বাঁকুড়া জেলা প্রশাসন। বাঁকুড়া জেলায় প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার মিলিয়ে প্রায় ১৫ হাজার সরকারি কর্মীকে চিঠি পাঠানো হয় জেলা নির্বাচন দফতর থেকে। গত ৬ ও ৭ এপ্রিল তাদের প্রথম দফার প্রশিক্ষণও দেওয়া হয়। ডাক পাওয়া এই ১৫ হাজার সরকারি কর্মীদের মধ্যে বেশ কিছু কর্মী প্রথম দফার প্রশিক্ষণে গরহাজির ছিলেন। সেরকম প্রায় সাড়ে আটশো কর্মীকে শোকজ নোটিশ পাঠালো জেলা প্রশাসন। কেন তারা গরহাজির ছিলেন তার কারণ দর্শাতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট দফতরের এক আধিকারিক জানান, জেলার ২টি লোকসভার জন্য বাঁকুড়া সদর, খাতড়া ও বিষ্ণুপুর মহকুমায় এই ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী ২০ ও ২১ এপ্রিল দ্বিতীয় দফার প্রশিক্ষণ নেওয়ার জন্য সকলকে ফের চিঠি দেওয়া হয়েছে। গরহাজির থাকা সম সংখ্যক সরকারি কর্মীকে নতুন করে ডাকা হয়েছে। ওই ২ দিনে তাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। ওই ২ দিন প্রত্যেককে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান ওই আধিকারিক।

জানাগেছে, প্রথম দফার প্রশিক্ষণে যারা উপস্থিত হননি তাদের মধ্যে অনেকের অসুস্থতা জনিত কারণ রয়েছে। অনেকের বদলি এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্বাচন কর্মী হিসেবে পছন্দ করা হয়নি। গড়হাজির সকলকেই উপযুক্ত কারণ দর্শাতে হবেই। সন্তোষজনক উত্তর না মিললে তা নির্বাচন কমিশনকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *