আমাদের ভারত, ১৭ এপ্রিল: কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে সমস্ত জেলার তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেকটা বাড়বে। এর মধ্যে আটটি জেলায় অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কয়েকটি জেলায় শুক্রবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার শুরু হচ্ছে প্রথম দফার ভোট। উত্তরবঙ্গে যখন ভোট চলবে তখন দক্ষিণের জেলাগুলিকে দাবদাহ সহ্য করতে হবে। গত কয়েকদিনের গরমে ইতিমধ্যেই নাভিশ্বাস উঠেছে দক্ষিণের জেলাগুলিতে। মঙ্গলবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রার প্রায় ৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল। পশ্চিম বর্ধমানের পানাগড়ে পারদ চড়েছিল ৪২.৮ ডিগ্রিতে। বুধবার হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা আরও প্রায় দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। এর পাশাপাশি শুক্রবার থেকে
দক্ষিণবঙ্গজুড়ে শুরু হবে
তাপ প্রবাহ।
এই কারণে আবহাওয়াবিদরা ১৫টি জেলায় বিশেষ সর্তকতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে কলকাতা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে সিভিয়ার হিট ওয়েভ বা অতি তীব্র তাপপ্রবাহ চলার আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৪ ডিগ্রি বেশি হলে তাবপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। আর স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি হয়। হাওয়া অফিসের আশঙ্কা অনুযায়ী আগামী দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৫° বেশি থাকবে। তারপরের তিন দিনেও পারদ থাকবে স্বাভাবিকের থেকে চার থেকে সাত ডিগ্রি বেশি।