সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ এপ্রিল: ভোট সামাল দিতে বাঁকুড়ায় মোতায়েন থাকা ৪ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী উড়ে গেল উত্তরবঙ্গে। ১৯ এপ্রিল রাজ্যে শুরু হচ্ছে প্রথম দফার লোকসভা নির্বাচন।উত্তরবঙ্গ থেকেই শুরু হচ্ছে ভোট গ্রহণ। ভোট সামাল দিতে বাঁকুড়া থেকে উত্তরবঙ্গে গেল কেন্দ্রীয় বাহিনী। সেখানের ভোট নির্বিঘ্নে পরিচালনার জন্য বাঁকুড়ায় আসা ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে সেখানে পাঠানো হলো। কেন্দ্রীয় বাহিনীর অবর্তমানে আপাততঃ রাজ্য পুলিশই জেলায় রুট মার্চ চালাবে বলে জানান বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারী। তিনি জানান, বাঁকুড়ায় থাকা ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ২ কোম্পানি কোচবিহার ও ২ কোম্পানি জলপাইগুড়ি জেলায় ভোটের ডিউটি করবে।
রাজ্য পুলিশের পরিচালনায় প্রায় প্রতিদিন জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকার গ্রামগুলিতে এই বাহিনী রুট মার্চ করছিল। প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করে। সেইমত ধাপে ধাপে বাঁকুড়াতে আসে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারা রুটিন মাফিক রুট মার্চ চালাচ্ছিলেন। বর্তমানে তারা জেলা ছাড়ার ফলে রাজ্য পুলিশই রুট মার্চ করবে। উত্তরবঙ্গের নির্বাচন পর্ব সেরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ফের বাঁকুড়ায় ফিরে আসবেন।