সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ সেপ্টেম্বর: আরজিকর কান্ডের প্রতিবাদে ও সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক নাম দিয়ে হেল্থ ক্যাম্প করে পরিষেবা দিলেন রোগীদের। আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আউটডোরের সামনে আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকরা এই হেলথ ক্যাম্প করেন। রবিবার হাসপাতালে বন্ধ থাকা আউটডোরের সামনেই টেবিল চেয়ার নিয়ে বসে আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকরা রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে শুরু করে। পাশাপাশি নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে ওষুধ সংগ্রহ করে তুলে দেন রোগীদের হাতে।
তিলোত্তমা এখনও বিচার পায়নি। তিলোত্তমার বিচারের দাবিতে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ সহ রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। আর এই কর্মবিরতির মাঝেই এবার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে এলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি, যতদিন পর্যন্ত না তিলোত্তমার বিচার মিলছে ততদিন কর্মবিরতি চালিয়ে যাওয়ার পাশাপাশি এভাবেই জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই ধরনের হেলথ ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন তাঁরা।