Conference, ICDS, আইসিডিএস কর্মী ও সহায়িকাদের রাজ্য সম্মেলন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি, সরকারি কর্মীর ন্যায় বেতন, সামাজিক সুরক্ষার বন্দোবস্ত, সেন্টারের নামে সিম কার্ড সহ অ্যান্ড্রয়েড ফোন প্রদান, বাজার দর অনুযায়ী জ্বালানি ও সবজির বিল দেওয়া সহ প্রকল্পটির সামগ্রিক উন্নয়নের দাবিতে এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পারস ইউনিয়নের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুরের মেছেদার বিদ্যাসাগর হলে।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৭৫০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের শুরুতে সকাল আটটায় মেছেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের শহিদ ক্ষুদিরাম মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে একটি সুসজ্জিত মিছিল বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত যায়। মিছিল থেকে আওয়াজ ওঠে -জাস্টিস ফর আরজিকর, আমার বোনের বিচার চাই, মা-বোনদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। উপরোক্ত দাবি সহ আইসিডিএস কর্মীদের নিজস্ব দাবীগুলিতে মেছেদা মুখরিত হয়ে ওঠে।

বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করার পর সকলে সম্মেলনের নির্দিষ্ট সভাস্থলে যান। সম্মেলনে উপস্থিত ছিলেন এআইটিইউসি’র রাজ্য সম্পাদক অশোক দাস, স্কিম ওয়াকার্স ফেডারেশনের উপদেষ্টা অনুরূপা দাস, অমল মাইতি, আশা ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন প্রমুখ। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন, আইসিডিএস ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পন্ডিত। সম্মেলন থেকে পূর্ণিমা দণ্ডপাটকে সভাপতি ও মাধবী পন্ডিতকে সম্পাদিকা করে ৯২ জনের একটি শক্তিশালী রাজ্য কমিটি গঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *