আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর:
বিশ্বের বহু দেশে আজ ৮ সেপ্টেম্বর আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ সভা চলছে। মেছেদাবাসীর পক্ষ থেকে মেচেদার পাঁচমাথা মোড়ে বিকেলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে মেচেদাবাসীর পক্ষ থেকে অভয়া ক্লিনিকের উদ্বোধন হয়। উদ্বোধন করেন আইএমএ কোলাঘাট শাখার সভাপতি ডাক্তার মানব বেরা।
উদ্যোক্তারা বলেন, যতদিন না পর্যন্ত আরজিকরের মহিলা ডাক্তার খুন ও ধর্ষণের বিচার না হয়, ততদিন পর্যন্ত প্রতি সপ্তাহে একদিন এই অভয়া ক্লিনিক চলবে। এলাকার বিশিষ্ট ডাক্তারবাবুরা বিনা পয়সায় অসুস্থদের চিকিৎসা করবেন। এই প্রতিবাদ সভায় বহু মানুষ সামিল হন।