পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: প্রয়াগরাজ যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চালক সহ চারজনের। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নলপা এলাকায়।
সূত্রে জানা গিয়েছে, প্রয়াগরাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল নলপা এলাকার বাসিন্দা প্রণব সাহা, স্ত্রী শ্যামলী সাহা ও তাদের দুই সন্তান এবং হুগলি জেলার গোঘাট থেকে প্রণবের শালী পিয়ালী সাহা ও চালক শেখ রাজন আলী। জানা গিয়েছে, দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মৃত্যু হয় প্রণব সাহা, শ্যামলী সাহা, পিয়ালী সাহা ও চালক শেখ রাজন আলীর। গুরুতর আহত দুইজন ধানবাদের জিপি হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার সকালে এই খবর গড়বেতায় আসগেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ইতিমধ্যেই মৃতদেহ গুলি ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে গড়বেতা আনা হবে বলে জানা গিয়েছে।