BJP, Simlapal, সিমলাপালে বিজেপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা, থানা ঘেরাও কর্মীদের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে ‘মৃত্যুকম্ভ’ মন্তব্য ঘিরে বাঁকুড়ায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এই মন্তব‍্যের প্রতিবাদ করায় বিজেপি কর্মীদের ওপর সিমলাপাল থানার পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ করে আন্দোলনে নামার হুমকি দিয়েছে দলের জেলা নেতৃত্ব।

শনিবার বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজন পড়লে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মন্তব‍্যের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন বিজেপির কর্মীরা, সিমলাপালে মন্ডল সভাপতি আহত হয়েছেন। উল্লেখ্য, বিধানসভায় মহা কুম্ভ নিয়ে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যে সনাতন ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত করেছে।এই দাবি তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় সিমলাপাল স্কুল মোড়ে প্রতিবাদ সভার ডাক দেয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেখানে জমায়েত করে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে সিমলাপাল থানার পুলিশ যায় ও বিক্ষোভ তুলে নিতে বলেন। এনিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসাও শুরু হয়ে যায়। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের অহেতুক ধাক্কা দেওয়া ও মারধর করা হয়েছে। ঘটনায় আহত হন বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি আলোক মহান্তি।

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে বৃহস্পতিবার সন্ধেয় সিমলাপাল থানা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। সন্ধে থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা। বিজেপির দাবি, পুলিশের এই অতিসক্রিয়তা তাদের দমাতে পারবে না।

শনিবার বাঁকুড়ায় এই মন্তব্যের প্রতিবাদে পথে নামে বিজেপি। গেরুয়া শিবিরের এই প্রতিবাদের খবর পেয়ে আসে সিমলাপাল থানার বিশাল পুলিশ বাহিনী। প্রতিবাদীদের অভিযোগ, তাঁদের ব্যাপক মারধর করা হয়েছে। তাদের এক বড় নেতাও আহত হয়েছেন। তারই প্রতিবাদে এদিন বাঁকুড়ার সিমলাপাল থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *