সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ ফেব্রুয়ারি: বাঁকুড়া জেলাজুড়ে অবৈধভাবে বালি পাচার রুখতে চলছে পুলিশের নাকা চেকিং। শুক্রবার রাতে নাকা চেকিংয়ে অবৈধ বালি পাচারের অভিযোগে লরি সহ দু’জনকে আটক করেছে কোতুলপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে যে, বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি বালি বোঝাই লরিকে নাকা পয়েন্টের কাছে আটক করে জিজ্ঞাসা করে কোতুলপুর থানার পুলিশ।বালি পরিবহন ও গাড়িটির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়। এই ধৃত দু’জনের নাম সত্যজিৎ চক্রবর্তী এবং বিধান বেতাল। তাদের গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে যায়। ওই বালি বিষ্ণুপুর থেকে কাকদ্বীপে পাচার করা হচ্ছিল বলে পুলিশের অনুমান। ধৃতদের বাড়ি যথাক্রমে সীতারামপুর ও কাকদ্বীপ বলে জানাগেছে। শনিবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়।