আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ ফেব্রুয়ারি: কেন্দ্র ও রাজ্য সরকারের বাজেটে মিড ডে মিল কর্মীদের বঞ্চনা করা হয়েছে। এর প্রতিবাদে শনিবার জলপাইগুড়ির রাস্তায় নেমে আন্দোলন ও বিক্ষোভে সামিল হলেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটি। এদিন শহরে মিছিল করে আন্দোলনকারী মিড ডে মিল কর্মীরা কদমতলা মোড়ে হাজির হন। সেখানে রাস্তার উপর দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হল তাঁরা। প্রতিবাদের পাশাপাশি রাজ্য বাজেটের প্রতিলিপি পুড়িয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান কর্মীরা।
তাঁদের দাবি, সারা বছর কাজ করে দশ মাসের বেতন দেওয়া হয় তাঁদের। দ্রুত বারো মাসের বেতন দেওয়া, সরকারি স্বীকৃতি দেওয়া, এছাড়া পিএফ, গ্রাচুইটি সহ অবসরকালীত সময় এক কালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবিতে এদিনের বিক্ষোভ৷ এর আগে কলকাতায় কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন মিড ডে মিলের কর্মীরা, রাজ্য বাজেটে তাঁরা আশা করেছিলেন ভালো কিছু পাওয়া যাবে কিন্তু কিছুই পাননি তাঁরা, এর প্রতিবাদে এই আন্দোলন বলে জানালেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের যুগ্ন সম্পাদিকা মনোরোমা হালদার।