আমাদের ভারত, নদিয়া, ২ জানুয়ারি: একাধিক দাবিদাওয়া আদায়ে কর্মবিরতি আন্দোলন শুরু করেছে কল্যাণী এইমসের অস্থায়ী কর্মীরা।
কল্যাণী বিধানসভার অন্তর্গত, সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকায় গড়ে উঠেছে কল্যাণী এইমস হাসপাতাল। সেই হাসপাতালে এতদিন দুটি কোম্পানির মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়তো। একটি ‘সুলভ’ এবং অপরটি ‘বেসিল’। কিছুদিন আগে সুলভ কোম্পানির চুক্তিপত্রের মেয়াদ শেষ হয়। আর তা শেষ হওয়ার পর নতুন একটি কোম্পানির সঙ্গে চুক্তিপত্র হয় কল্যাণী এইমস হাসপাতালের। সুলভ কোম্পানি চলে যাওয়ায় নতুন কোম্পানি আসে ‘ভারতীয় বিকাশ গ্রুপ’। তারা আসার পরে সুলভ কোম্পানি যে বেতন দিত নতুন কোম্পানি তার থেকেও কম বেতন দিচ্ছে। ফলে ক্ষোভ প্রকাশ পেয়েছে অস্থায়ী কর্মীদের মধ্যে। তারা দাবি তোলে, বেতন আগে যা ছিল তাই রাখতে হবে। তার পাশাপাশি পিএফ’এর আওতায় কর্মীদের আনতে হবে।
যদিও এইমস কর্তৃপক্ষের দাবি পিএফ যদি দেওয়া হয়, তাহলে প্রত্যেকের মাইনে থেকে কেটে দেওয়া হবে। তবে তা এইমসের কর্মীরা মানতে নারাজ। কর্মীদের দাবি, আগে তারা যে মাইনে পেত সেই মাইনে তাদের দেওয়া হোক এবং তার পাশাপাশি পিএফ- এর জন্য এইমস কর্তৃপক্ষ টাকা বরাদ্দ করুক। এই দাবি নিয়েই গতকাল রাত থেকে আন্দোলন শুরু করে অস্থায়ী কর্মীরা। সেই আন্দোলন আজ আরো বড় রূপ নেয়। যদিও অ্যাটেনডেন্স খাতায় সই করেছে কর্মীরা। কিন্তু কর্মবিরতি রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। তাও আবার হাসপাতালের ভেতরেই।