আমাদের ভারত, ১ জানুয়ারি: নতুন বছরের প্রথম দিনই কৃষকদের উপহার দিলেন প্রধানমন্ত্রী। কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কৃষকদের সস্তায় রাসায়নিক সার দিতে বরাদ্দ যেমন বাড়ানো হয়েছে, তেমনি সারের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।
একদিকে পাঞ্জাব হরিয়ানায় যখন লাগাতার কৃষক আন্দোলন চলছে, তখন বছরের প্রথম দিন কৃষকদের জন্য মোদী সরকার বড় ঘোষণা করল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথম ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠক হয়। সেখান থেকে কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করা হয়। কেন্দ্রের তরফে বলা হয় কৃষকদের কাছে যাতে সস্তায় রাসায়নিক সার বা ডি অ্যামোনিয়াম ফসফেট- এর যোগান থাকে, তাকে নিশ্চিত করতে নতুন করে ৩৮৫০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। এছাড়া ডিএপি সারের দামও বেঁধে দেওয়া হয়েছে। ৫০ কেজির বস্তার দাম পড়বে ১৩৫০ টাকা।
আন্তর্জাতিক বাজারে রাসায়নিক সারের দাম আকাশ ছোঁয়া। খোলা বাজারের রাসায়নিক সারের ৫০ কেজি বস্তার দাম ৩০০০ টাকারও বেশি। কৃষকদের সহযোগিতা করার জন্য সারের দাম বেঁধে দেওয়া হলো। অতিরিক্ত টাকা ভর্তুকি হিসেবে বহন করবে কেন্দ্র সরকার।
একইসঙ্গে বরাদ্দ বেড়েছে ফসল বীমা যোজনাতেও। বরাদ্দের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৬৯ হাজার ৫১৫ কোটি টাকা। এর মধ্যে প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছিল ৮০০ কোটি টাকা। বর্তমানে ২৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ফসল বীমা যোজনা চালু রয়েছে। কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে ৮২৪.৭৭ কোটি টাকা বরাদ্দ করা হলো।
কৃষক আন্দোলন শুরু হয়েছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির দাবিতে। এমএসপি’র দাবি সম্পূর্ণভাবে পূরণ না হলেও সারের জন্য বরাদ্দ বৃদ্ধির ফলে অনেকটাই স্বস্তি পাবে কৃষকরা বলে মনে করা হচ্ছে।