Himalaya Optical, Medinipur, মেদিনীপুরে হিমালয় আপটিক্যাল- এর বিপনীর উদ্বোধন করলেন টেলিভিশন তারকা উষসী রায়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: শনিবার দুপুরে মেদিনীপুর শহরে হিমালয় আপটিক্যাল সংস্থার চশমা বিপনীর নতুন আঙ্গিকে উদ্বোধন করেন প্রতিভাবান টেলিভিশন তারকা উষসী রায়। মিলন তিথি, বকুল কথা, কাদম্বিনীর মতো বিখ্যাত বাংলা ডেইলি সিরিয়ালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

উপস্থিত ছিলেন মিসেস জয়া দে, মার্কেটিং প্রধান হিমালয় অপটিক্যাল। সর্বশেষ কালেকশন লঞ্চ সহ নতুন পরিবর্তিত স্টোর পরিদর্শন করে তিনি মেদিনীপুর শহরের মানুষকে এখানে আসার আমন্ত্রণ জানান। এখানে চশমা, লেন্স এবং সানগ্লাসের সর্বশেষ আন্তর্জাতিক পরিসর সহ চশমা এবং চোখের যত্নের প্রয়োজনের জন্য এই দোকানটিতে সকলের আসা উচিত বলে তাঁরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *