পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: মন্ত্রী মানস ভুঁইঞা সহ জেলাপরিষদের একটি প্রতিনিধি দল রবিবার সবংয়ের মাদুর হাব পরিদর্শন করলেন। প্রতিনিধি দলে জেলাপরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, এডিএম শ্রীনিবাস পাতিল সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যগণ উপস্থিত ছিলেন।
সবংয়ের রুইনানের মাদুর হাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। তিনি নিজেই এর উদ্বোধন করেছিলেন। চার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প গড়ে তোলা হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি এবং কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স বলেন, এখানে মাদুর তৈরির পাশাপাশি তা বিক্রিও করা যাবে। প্রশিক্ষণও দেওয়া হবে। অবিক্রিত মাদুর মজুত রাখার ব্যবস্থা আছে।
৫০জন মহিলা শিল্পী এখানে কাজ করছেন। তাঁদের তৈরি মাদুর বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। মানসবাবু বলেন, আগামী দিনে এখানকার মাদুর ভারতবর্ষের বিভিন্ন বাজারের দখল নেবে।