Girl, প্রাণে মারার ভয় দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধ*র্ষণ, গ্রেফতার অভিযুক্ত

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ জুন: বাড়ি ফাঁকা থাকার সুযোগ পেলেই এক নাবালিকাকে খুনের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর মামলার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজাট থানা এলাকায়। নির্যাতিতা হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন্যাজাট থানা এলাকার আগারআটি গ্রামে ওই কিশোরীর বাড়ি। অভিযুক্ত বছর ৪২-এর মিজান শেখও ওই এলাকারই বাসিন্দা। ওই কিশোরীর বাবা-মা কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকেন। ওই বছর ১৩-এর নাবালিকা জেঠুর বাড়িতে থেকে পড়াশোনা করে। ঘটনাটি ঘটে রবিবার সন্ধেয়। ওই বাড়িতে একাই ছিল কিশোরী। তখন মিজান শেখ ওই বাড়ির ভিতর ঢোকে বলে অভিযোগ। মুখ চেপে নাবালিকাকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলা হবে, সেই হুমকিও নাবালিকাকে দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনায় অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। পরিবারের লোকজনের তাকে দেখে সন্দেহ হয়। পরে কিশোরী সব কথা বাড়ির লোকদের জানায়। পরিবারের তরফে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে এদিন সকালে অভিযুক্তকে গ্রেফতার করে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাস করা হচ্ছে বলে খবর।

অভিযোগ, কিশোরীর একা থাকার সুযোগে এর আগেও একাধিকবার অভিযুক্ত তাকে ধর্ষণ করেছে। ঘটনার কথা কাউকে বললে ফল মারাত্মক হবে বলেও ভয় দেখানো হতো। ওই কিশোরীকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার মেডিক্যাল পরীক্ষা হবে বলে খবর। ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর জবানবন্দিও লিপিবদ্ধ হবে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *