সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ আগস্ট: চুরির ঘটনার তদন্তে নেমে চুরির অভিযোগে এক কিশোরকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করেছে চুরি যাওয়া স্কুটি। ধৃত প্রশান্ত দাসকে (১৮) পুলিশ শুক্রবার আদালতে তোলে। এই ধৃতের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করে
বাকি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য ধৃতকে পুলিশ তাদের হেফাজতে চেয়েছে।
গত ৮ অগাস্ট সন্ধে সাড়ে ৬টা নাগাদ কেশিয়াকোল মৌলা ডাঙ্গার রায় পাড়ার গৃহবধূ মানসী মুখার্জি থানায় চুরির লিখিত অভিযোগ করেন। তার অভিযোগ, গত ৫ আগস্ট থেকে তারা বাড়িতে ছিলেন না। ৭ অগাস্ট রাত ৮টা নাগাদ বাড়ি ফিরে দেখেন বাড়ির সামনের দরজার তালা ভাঙ্গা রয়েছে। বাড়ির ভেতরের দুটি আলমারির তালা ভেঙ্গে মূল্যবান সব সামগ্রী এবং বাড়ির অনেক জিনিস পত্র নিয়ে গেছে দুষ্কৃতিরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বাঁকুড়া শহরের উপকন্ঠে শ্যামদাসপুরের বাসিন্দা প্রশান্ত দাসকে গ্রেপ্তার করে পুলিশ।