BJP, Bankura, রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতাকে গ্ৰেপ্তারের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ আগস্ট: আরজিকর কান্ডের প্রতিবাদ জানাতে গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্ৰেপ্তারের প্রতিবাদে আজ বিকেলে বাঁকুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। বৃষ্টিকে উপেক্ষা করেই রাজ্য নেতৃত্বের ঘোষণা অনুযায়ী মিছিল করে বিজেপি কর্মীরা বাঁকুড়া সদর থানার সামনে হাজির হয়। সেখানে পুলিশ ব্যরিকেড দিয়ে মিছিলের গতিরোধ করে।

মিছিলের নেতৃত্বে থাকা বিজেপি বিধায়ক নিলাদ্রী দানা বলেন, আর জি কর কান্ড নিয়ে নিত্য নতুন যে সব ঘটনা উঠে আসছে তার প্রকৃত তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে আমাদের দলের সভাপতি ও বিরোধী দলনেতাকে পুলিশ গ্ৰেপ্তার করে দীর্ঘক্ষণ প্রিজন ভ্যানে আটকে রাখে। তাদের প্রতি পুলিশের এই জঘন্য ব্যবহারের প্রতিবাদের ভাষা নেই। আজ প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই ক্ষুব্ধ কর্মীরা থানা ঘেরাও- এ সামিল হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *