Worker, Bankura, আরজিকর কান্ডের প্রতিবাদে বাঁকুড়ায় পথে নামলো মুটিয়া শ্রমিকরা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ আগস্ট: আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্মম ভাবে খুন ও হত্যার সাথে যুক্তদের কঠোরতম শাস্তি এবং ঘটনায় দুষ্কৃতিদের আড়াল করার ঘৃণ্য প্রচেষ্টার প্রতিবাদে পথে নামলো মুটিয়া শ্রমিকরা। বাঁকুড়া স্টেশন রোডে রেলওয়ে গুডস সেডে সারের রেক থেকে লোডিং আনলোডিং-এর কাজ সম্পূর্ণ বন্ধ রেখে পাঁচ শতাধিক মুটিয়া শ্রমিক মিছিল, বিক্ষোভ সভা ও পথ অবরোধে সামিল হয়।

এই কর্মসূচিতে রেলের লোকো রানিং স্টাফ, লরি শ্রমিক, লরি মালিক এবং স্টেশন রোডের ব্যবসায়ীরাও সামিল হয়েছিলেন। মিছিল ও বিক্ষোভ সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। এই মিছিল বিক্ষোভ সভা ও অবরোধের ডাক দিয়েছিল বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *