পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের কলাবনিতে জাতীয় সড়কে সাত সকালে মুরগি গাড়ির পেছনে ধাক্কা মারে প্রাইভেট গাড়ি। দুর্ঘটনায় আহত হয় উভয় গাড়ির ৬ জন।
জানা যায়, কলকাতার দিক থেকে ওড়িশার দিকে যাচ্ছিল প্রাইভেট গাড়িটি। কলাবনির কাছে জাতীয় সড়কের ধারে একটি খালি মুরগি গাড়ি দাঁড়িয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়িটি মুরগি গাড়ির পেছনে ধাক্কা মারলে ঘটে এই দুর্ঘটনা। ঘটনায় আহত হয় প্রাইভেট গাড়ির চারজন এবং মুরগি গাড়ির দু’জন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানান্তরিত করা হয়। প্রাইভেট গাড়িতে থাকা আহতদের বাড়ি কলকাতায় বলে জানা গিয়েছে।