সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ জুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকার সঙ্গে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর অশোকনগর থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শ্রীজিৎ দে(৪১)। তাঁর বাড়ি কাঁচরাপাড়ায়। কর্মসূত্রে এই শিক্ষক অশোকনগরের গুমার একটি বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ট্রেনে যাতায়াতের সূত্রে দেগঙ্গার এক শিক্ষিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শ্রীজিৎ দে’র। সম্পর্ক আরও গভীর হলে ওই শিক্ষিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রীজিৎ। তাঁর ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার সহবাসও করেন বলে অভিযোগ। সম্প্রতি শিক্ষিকা জানতে পারেন শিক্ষকের আগে দুটি বিয়ে হয়েছে। এরপরই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তিনি। অভিযোগ, কিন্তু তাঁকে চাপ দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন শ্রীজিৎ। রবিবার এই নিয়ে তাঁদের মধ্যে বিবাদ চরমে ওঠে। শিক্ষিকাকে মারধর করা হয় বলেও অভিযোগ। রবিবার রাতেই শিক্ষিকা উত্তর ২৪ পরগনার অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই গ্রেফতার হন অভিযুক্ত শিক্ষক।
যদিও ওই শিক্ষক জানিয়েছে, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার থেকে উনি অনেক টাকা নিয়েছে। পরে আরও টাকা চেয়েছিল। আমি দিতে পারিনি বলেই মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। সোমবার ধৃত শিক্ষককে বারাসত আদালতে তোলা হয়।