Covid, Country, ফের ফিরতে পারে কোভিড বিধি, দেশে আক্রান্তের সংখ্যা চার হাজারের দোড় গোড়ায়

আমাদের ভারত, ২ জুন: আবারো চোখ রাঙাচ্ছে করোনা। দেশজুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় চার হাজার ছুঁই ছুঁই। কেরল, মহারাষ্ট্র ও দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ। প্রতিদিন রাজ্যে হু হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৬১।

দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ জন মৃতের সংখ্যা চার। সরকারি হিসেব বলছে, বর্তমানে কেরলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪৩৫ জন, মহারাষ্ট্র ৫০৬ জন, দিল্লিতে ৪৮৩ জন, পশ্চিমবঙ্গের ৩৩৯ জন। গুজরাটে ৩৩৮ জন। ২৪ ঘন্টায় কেরল, তামিলনাড়ু ও মহারাষ্ট্রে তিনজনের মৃত্যু হয়েছে।

তবে নতুন করে ছড়ালেও আগের মতন ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস বলে মত বিশেষজ্ঞদের। আইসিএমআরএ’র ডিরেক্টর জেনারেল রাজীব ভাল বলেন, দক্ষিণ এবং পশ্চিম ভারত থেকে পাওয়া নমুনা জিনোম সিকুয়েন্স করে জানা গিয়েছে, এটি ওমিক্রণেরই একটি ভেরিয়েন্ট।

তবে যে হারে দেশে নতুন করে করোনা বাড়ছে তাতে চিকিৎসক মহলের এক অংশের আশঙ্কা, পুরনো কোভিড বিধি ফিরে আসতে পারে। জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও ক্রনিক রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে, নতুন করে করোনার ঢেউ এলে তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে সরকার। তাই অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *