আমাদের ভারত, ২ জুন: ডায়মন্ড হারবার মডেল এবার ব্যারাকপুরে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর এবার ব্যারাকপুর লোকসভাতেও উদ্বোধন হয়ে গেল সরাসরি সাংসদ অ্যাপ। আজ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক টিটাগড়ে ব্যারাকপুর, দমদম সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে চারজন বিধায়ক, পৌর প্রধান, পঞ্চায়েত প্রধানদের সঙ্গে নিয়ে উদ্বোধন করলেন এই অ্যাপটি। মূলত এই অ্যাপটির মধ্যে দিয়ে ব্যারাকপুরের সাধারণ মানুষ সরাসরি তাদের সাংসদের কাছে বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন।
পার্থ ভৌমিক বলেন, সম্পূর্ণ গোপনীয়তা রেখে এই অ্যাপ- এর মধ্যে দিয়েই সাধারণ মানুষ সরাসরি আমার কাছে পৌঁছাতে পারবেন। যদিও সরকারি চাকরি, আইনশৃঙ্খলা সম্পর্কিত বিষয় থেকে নিজেকে সরিয়ে রেখেছেন পার্থবাবু। ব্যারাকপুর লোকসভার বাসিন্দারা মাঝেমধ্যেই আড়ালে আবডালে অভিযোগ করতেন, এলাকাটা নানান সমস্যা স্থানীয় নেতৃত্বকে জানিয়েও লাভ হয় না। শুধু তাই নয়, সাংসদের কাছ পর্যন্ত পৌঁছানো দুষ্কর হয়ে উঠেছিল। এবার সরাসরি সাংসদ অ্যাপস- এর মধ্যে দিয়েই সমস্ত বিষয় নির্মূল করা যাবে বলেই আশাবাদী ব্যারাকপুরের সংসদ।