পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ মার্চ: খড়্গপুর পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের আয়মা শ্রী ভারত বাংলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আয়ুস সরেন বাড়ি থেকে পালিয়ে এসে খড়্গপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ভূতিয়াডাঙ্গা আদিবাসী এলাকায় অভুক্ত অবস্থায় ঘোরাফেরা করতে থাকে। তাই দেখে ভূতিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তমাল গাঙ্গুলি নিজ উদ্যোগে নিজের বিদ্যালয়ে নিয়ে এসে আয়ুসের খাওয়ার ব্যবস্থা করে। এরপর আয়ুসের বিদ্যালয় ও বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করে তার বাড়ি ফেরার বন্দোবস্ত করেন।
এই মানবিক কাজে সহযোগিতার জন্য উপস্থিত ছিলেন শ্রী ভারত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুফান কুমার পাণ্ডা, সিলভার জুবলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক বোস, খড়্গপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশা দোলাই, বিশিষ্ট সমাজসেবী চন্ডী সিং, আশাকর্মী দেবযানী দেব, নীলিমা দেব সহ ভূতিয়াডাঙ্গার বাসিন্দারা।