Tathagatra, Jayaprakash, হিন্দু ধর্ম নিয়ে বিজেপি, মোদী, যোগীকে কটাক্ষ জয়প্রকাশের, পাল্টা তোপ তথাগতর

আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি: হিন্দু ধর্মের প্রশংসা করেও বিজেপি, মোদী, যোগীকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁকে সামাজিক মাধ্যমে পাল্টা তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু এক্সবার্তায় শনিবার লিখেছেন, “হিন্দু ধর্মের চোখে শুধু দু’রকম হিন্দু আছে। যারা পয়সা খরচ করে লাথি খেয়ে কচুবনে পড়ে যায়; এবং যারা তা পড়ে না।”

এর আগে জয়প্রকাশবাবু এক্সবার্তায় লিখেছিলেন, “হিন্দু ধর্ম কখনো গরিব- বড়লোককে আলাদা চোখে দেখে না। এই পার্থক্য করে বিজেপি, মোদী, যোগী।
অস্পৃশ্যতার অভিশাপ তৈরি হয়েছে নতুন অবতারে।”

প্রসঙ্গত, ২০১৯ সালে করিমপুর বিধানসভা উপ নির্বাচনে বিজেপি-র প্রার্থী ছিলেন জয়প্রকাশ। ২৫ নভেম্বর ভোট কেমন হচ্ছে সরেজমিনে দেখতে বেরিয়েছিলেন তিনি। আচমকা হইচই, গন্ডগোল। বেমক্কা একটা লাথির জেরে জয়প্রকাশ ছিটকে পড়লেন কচুবনে। বিষয়টিকে এই বার্তায় স্মরণ করেছেন তথাগতবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *