আমাদের ভারত, ব্যারাকপুর, ১ ফেব্রুয়ারি: তৃণমূল কর্মী খুনের ঘটনার পর ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে নৈহাটি।
নৈহাটিতে তৃণমূলের সক্রিয় কর্মী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নৈহাটি বিধানসভা এলাকায়। এদিন তৃণমূলের সক্রিয় কর্মী সন্তোষ যাদব টোটো করে বাড়ি ফেরার পথে তাকে প্রকাশ্যে খুন করে একদল দুষ্কৃতী। সেই ঘটনার পর ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক প্রকাশ্যে বিজেপি এবং অর্জুন সিং- এর বিরুদ্ধে এই খুনের ঘটনা ঘটানোর জন্য দায়ী করেছেন। যদিও অর্জুন সিংয়ের পাল্টা দাবি, তিনি বা বিজেপি এই ঘটনার সাথে কোনো ভাবেই জড়িত নয়। তাঁর অভিযোগ, মৃত ব্যক্তির সাথে জমি, ব্যবসার টাকা ভাগবাটোয়ারা নিয়ে গণ্ডগোল, আর তার জেরেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
হালিশহরে বিজেপির কার্যালয় সিং ভবনও ভাঙ্গচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ, তৃণমূলের সক্রিয় কর্মী খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে, সেই রোষে সিং ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে বলে অভিযোগ। শুক্রবার রাতেও নৈহাটির গৌরীপুর এলাকার বেশ কয়েকটি বাড়ি ভাঙ্গচুর করে দুষ্কৃতীরা। অভিযোগ, বিজেপি নেতা কর্মীদের ওই বাড়িগুলো ইচ্ছা করে ভেঙ্গে দেওয়া হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে। যদিও বিধায়ক সনত দে’র দাবি যাদের বাড়ি ভাঙ্গচুর হয়েছে সেটা দুষ্কৃতীদের বাড়ি। মানুষ বিরক্ত হয়ে এই কাজ করেছে।