Sukanta, BJP, ২০২৫- এর বাজেটকে ঐতিহাসিক বলে দাবি করলেন সুকান্ত মজুমদার, কোন বড় পদক্ষেপের জন্য?

আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি: ২০২৫- এর বাজেটকে ঐতিহাসিক বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবারের বাজেট
মধ্যবিত্তকে আয়করে স্বস্তি দিয়েছে। প্রবীনদেরও কিছুটা সুরাহা হয়েছে। তবে সব থেকে বড় আশার আলো দেখিয়েছে ক্যান্সার রোগীদের।

ক্যান্সারের ওষুধকে শুল্ক মুক্ত করা হয়েছে। এই ঘোষণাকেই ঐতিহাসিক বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। এই ঘোষণায় খুশি স্বাস্থ্য ক্ষেত্র। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, ক্যান্সার সহ ৩৬টি জীবনদায়ী ওষুধকে পুরোপুরি শুল্কমুক্ত করা নিঃসন্দেহে উল্লেখযোগ্য পদক্ষেপ।

ক্যান্সারের চিকিৎসার ভার বইতে বইতে অনেক পরিবারই সর্বশান্ত হয়ে যায়। আজকের বাজেটের ঘোষণার পর তারা খানিকটা স্বস্তি পাবে। ক্যান্সার সহজ ৩৬টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও ৬টি জীবনদায়ী ওষুধের পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “এটা একটা বড় ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে।” এছাড়াও তিনি জানান, প্রত্যেকটি জেলা হাসপাতালে ক্যান্সারের চিকিৎসার জন্য ক্যান্সার সেন্টার তৈরি করা হবে, যার দিক নির্দেশিকা আছে বাজেটে।

তাঁর আরো দাবি, “এটা সাধারণ মানুষের বাজেট, কৃষকদের জন্য বাজেট, গরিব মানুষের বাজেট, মহিলাদের জন্য বাজেট, যুবদের জন্য বাজেট। এই বাজেটে যেমন মধ্যবিত্তের কথা ভাবা হয়েছে ১২ লাখ পর্যন্ত আয় করে সীমা বাড়ানো হয়েছে। ৭ লাখ থেকে ১২ লাখ আয়কর ছাড়ের সীমা এই বিরাট বড় ব্যাপার, আমারও আশার অতীত ছিল। তাঁর দাবি, এর ফলে মধ্যবিত্ত লাভবান হবেন এবং মধ্যবিত্তদের তরফে একটা বড় পরিমাণে টাকা বিনিয়োগ করা হবে। এর ফলে দেশে ক্রয় ক্ষমতা বাড়বে এবং অর্থনীতি আরো বেশি সক্রিয় হবে।

এছাড়াও ধনধান্য কৃষি যোজনায় ১০০টি এমন কৃষি ব্লক বাছাই করা হবে যেখানে উৎপাদন কম হয়। এই প্রকল্পে রাজ্য সরকারকে সাথে নিয়ে ১.৭ কোটি কৃষককে সহায়তা দেবে সরকার। এরফলে কৃষির ক্ষেত্রে যে পিছিয়ে পড়া জেলা রয়েছে তাদের উৎপাদনশীলতা বাড়বে।

শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদার আরও বলেন, আইআইটিতে ৬৫০০ আসন বাড়ানো হবে, এডুকেশন সেক্টরকে নিয়ে এআই এক্সেলেন্ট সেন্টার তৈরি হবে। দেশের প্রান্তিক এইচএস স্কুল গুলোকে ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যেমে যুক্ত করা হবে‌। মেডিকেলে ১০ হাজার আসন বৃদ্ধি করা হবে। শিক্ষা ক্ষেত্রেও এই বাজেটে এটা একটা বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দাবি করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *