Suvendu, Modi, মোদীর অর্থনীতিকে সাবাস, বাজেট প্রতিক্রিয়ায় শুভেন্দু

আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি: “মোদীনোমিক্সকে শ্রদ্ধা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ২০২৫-এ ’জি জ্ঞান’ (গরিব, যুব, অন্নদাতা কৃষক এবং নারী—এই চার ইংরেজি শব্দের আদ্যাক্ষরে তৈরি) কেন্দ্রিক কেন্দ্রীয় বাজেট ঘোষণা করার জন্য অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু এক্সবার্তায় শনিবার লিখেছেন, “১২লক্ষ টাকা পর্যন্ত কোন আয়কর দিতে হবে না জেনে রোমাঞ্চিত। দেশের ধারাবাহিক করদাতা মধ্যবিত্তদের জন্য এটা বিশাল স্বস্তি। সুদের উপর তাৎক্ষণিক ছাড় ₹৫০,০০০ থেকে ₹১,০০,০০০ পর্যন্ত বৃদ্ধির ফলে প্রবীণ নাগরিকরা ব্যাপকভাবে উপকৃত হবেন।

এই বাজেটে বিভিন্ন স্কুলে ব্রডব্যান্ডের সুবিধায়
আমাদের নবীনরা উপকৃত হবে, এআই শিক্ষার উন্নয়নে এবং নতুন মেডিকেল আসন তৈরিতে গুরুত্ব দিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *