আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠানের কর্মীদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি একবার্তায় লিখেছেন, “জাতি আপনার অটুট সাহস এবং দেশপ্রেমের জন্য গর্বিত যা আমাদের সামুদ্রিক সীমানায় যে কোনও আগ্রাসনের বিরুদ্ধে ভারতকে রক্ষা করে। জাতির জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী শহিদদের প্রতি আমার প্রণাম।”
প্রসঙ্গত, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে
সামুদ্রিক বাহিনীর চাপের প্রয়োজনীয়তার প্রতিক্রিয়া হিসাবে আবির্ভূত হয় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আনুষ্ঠানিকভাবে ১৯৭৭ সালের ১ ফেব্রুয়ারি ভারতীয় সংসদে উপকূলরক্ষী আইন প্রণয়নের মাধ্যমে এই বাহিনী প্রতিষ্ঠিত হয়।