Sukanta, BJP, কুম্ভে পদপিষ্টের ঘটনা! ইচ্ছে করে হিন্দুদের মহা পার্বনে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা তৃণমূল সহ বিরোধীদের, দাবি সুকান্তর

আমাদের ভারত, ৩১ জানুয়ারি: কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনায় বিজেপি চালিত যোগী সরকারের বিরুদ্ধে তৃণমূল সহ বিরোধীরা সরব হয়েছেন। এর পাল্টা জবাব দিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু বিরোধীরা ইচ্ছে করে হিন্দুদের এই মহা পার্বনকে কালিমালিপ্ত করে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করছে, যা সঠিক নয়। তাদের একহাত নিয়ে প্রকারান্তরে হিন্দু বিরোধীর তকমাই দিতে চেয়েছেন সুকান্ত মজুমদার।

মৌনি অমাবস্যায় কুম্ভ মেলায় অমৃত স্নানের উদ্দেশ্যে ভাবনার অতীত ভিড় হয়। সেখানে সেদিন পদপিষ্টের ঘটনা ঘটে যায়। তাতে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে উত্তর প্রদেশের প্রশাসন জানিয়েছে। কিন্তু বিরোধীদের দাবি, এই ঘটনায় কোভিডের মতো মৃতের সংখ্যা লুকানোর চেষ্টা করছে যোগী সরকার। এই ঘটনার জন্য অবব্যস্থাকেই দায়ী করেছেন বিরোধীরা। এর পাল্টা জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, কুম্ভ মেলায় বিরোধীরা মৃত্যুর সংখ্যাটা বাড়িয়ে দিয়ে হিন্দু উৎসবটিকে ঘিরে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে। তাঁর দাবি, বিরোধীরা চাইছেন যেন কুম্ভে লোক কম যায়। মক্কার থেকে এখানে বেশি লোক যাচ্ছে সেটাই আসলে বিরোধীদের জ্বালার কারণ হয়েছে বলে মত সুকান্তবাবুর। তিনি বলেন, সারা পৃথিবীতে সব থেকে বেশি মানুষ এই কুম্ভ মেলায় জড়ো হচ্ছে। এই রেকর্ডটা কেন হিন্দুদের নামে থাকবে? এই কারণে অখিলেশ প্রসাদ যাদবের বুকে ব্যাথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে ব্যাথা হচ্ছে।

মৃতের সংখ্যা লুকানোর প্রসঙ্গে তিনি বলেন, “কিছুই লুকানোর বিষয় নেই। একটা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা চলছে। কিছু লোক মারা গেছে সেটাকে অনেক বড় আকারের দেখানোর চেষ্টা করছে বিরোধীরা এবং সে ক্ষেত্রে সংবাদ মাধ্যমকেউ ব্যবহার করা হয়েছে। বেশ কিছু বাংলা মিডিয়া কুম্ভকে নিয়ে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করছে।” তিনি মনে করিয়ে দেন, ১৯৫৪ সালে নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কুম্ভে ৫০০ জন মারা গিয়েছিল। যে নেহেরুর পা ধুয়ে তৃণমূল, সমাজবাদী পার্টি জল খায়। তার সময় ৫০০ জন মারা গিয়েছিল, তার থেকে বেশি মারা যায়নি নিশ্চয়ই এবার। তাঁর দাবি, সেই সময় এত লোক সেখানে পৌঁছাতেও পারত না, এত ব্যবস্থা ছিল না। উদ্দেশ্যে প্রণোদিত ভাবে হিন্দুদের এই বিরাট পার্বণকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা যারা ইসলামপন্থী দল তারা চেষ্টা করছে যাতে ভয়ের বাতাবরণ তৈরি হয় এই মেলা ঘিরে।

তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে জলঘোলা করার চেষ্টা করছে। যে দুর্ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। এত মানুষ এসে যাওয়ার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তিনি মনে করিয়ে দেন, নদিয়ার একটি ক্লাবকে তৃণমূল সরকার বড় দুর্গা তৈরীর পারমিশন দেয়নি ভিড় সামলাতে পারবে না বলে।

একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন, “যারা মারা গেছেন তাদের পরিবারকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আশ্বস্ত করতে চাই, আপনারা ডেথ সার্টিফিকেট না পেলে বা কোনো রকম সমস্যা হলে অবশ্যই স্থানীয় বিজেপি জনপ্রতিনিধি, বিজেপি নেতৃত্বের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে কথা বলে ডেথ সার্টিফিকেট সঠিকভাবে যাতে আপনারা পান তার ব্যবস্থা করবো। এছাড়াও আপনাদের যে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার কথা সেটাও আপনারা পাবেন তার ব্যবস্থা করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *