Tathagatara, Mamata, সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে মমতাকে কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ২৬ সেপ্টেম্বর: সেমিকন্ডাক্টর কারখানা পেতে চলেছে কলকাতা। বিনিয়োগ করবে বিশ্বের প্রথম সারির সংস্থা গ্লোবাল ফাউন্ডারিজ। তবে মার্কিন সফরে গিয়ে মোদী যে কলকাতার জন্য সেই বিনিয়োগ নিয়ে আসছেন, সেই বিষয়ে নবান্নের তেমন কোনও ধারণা ছিল না বলে একটি রিপোর্টে জানানো হয়েছে। যদিও খবরটি প্রকাশ্যে আসার পর এর কৃতিত্ব নিতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য।

বৃহস্পতিবার এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তথাগত রায়। তথাগতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “গত তিন-চারদিন আগে কখনো মমতার মুখে ‘সেমিকন্ডাক্টর’ শব্দটা শুনেছেন? এখন তিনি হঠাৎ ঝাঁপ দিয়ে কৃতিত্ব নেবার জন্য উদগ্রীব। শুনুন মাননীয়া। কারখানা হলে সবাই খুশি হবে। কিন্তু এখনই আনন্দে নৃত্য করার সময় আসেনি। যারা করবে তারা ব্যবসায়ী, এই রাজ্যে কারখানা করার অগ্রপশ্চাৎ বুঝে, খবর নিয়ে তবে করবে। তারা যদি বোঝে কারখানার কাজে তারা ইচ্ছেমত কর্মী নিয়োগ করতে পারবে না, স্থানীয় মুলো নেতার ইচ্ছেমত পার্টির ক্যাওড়া নিতে হবে, তবে তারা ছুঁয়েও দেখবে না। এটা নিশ্চিত করুন।”

প্রসঙ্গত, সেমিকন্ডাক্টর তৈরির প্রক্রিয়া বেশ জটিল। আধুনিক প্রযুক্তির প্রয়োজন তো আছেই। সেই সঙ্গে প্রচুর সংখ্যায় এই বিষয়ে প্রশিক্ষিত প্রযুক্তিবিদ ও ইঞ্জিনিয়ার প্রয়োজন। বিশ্বজুড়ে মাত্র হাতে গোনা কিছু দেশই এখন সেমিকন্ডাক্টর সরবরাহ করে। তাদের মধ্যে আছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চিন, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *