আমাদের ভারত, ২৬ সেপ্টেম্বর: বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের প্রয়াণের পর তাঁকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে লিখেছেন,“যেরকম কদাকার চেহারা, তেমনি ছিল স্বভাব। ২০১০ সালে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় হিন্দুদের জমি কেড়ে নেবার জন্য দাঙ্গা বাধিয়েছিল, হিন্দু মন্দির অপবিত্র করেছিল। আর্মিকে ফ্ল্যাগ মার্চ করতে হয়েছিল।আমি স্বচক্ষে দেখেছি। এর প্রতিবাদে যে জনসভা হয়েছিল তা পণ্ড করার জন্য তৃণমূলী হিন্দুরা প্রাণপণ চেষ্টা করেছিল। হিন্দুর সর্বনাশ হিন্দু না করলে আর কে করবে ? নুরুল হাজি এখন কোথায়? জাহান্নামে জ্বলছে, না জন্নতে ৭২টা হুরের সঙ্গে সহবত করছে? কোনোটাই নয়, কারণ জাহান্নাম-জান্নাত-হুর এসব কিছু নেই। টুপি-দাড়ি সমেত হাজি শুয়ে আছে, ব্যাক্টিরিয়ারা তার দেহ খাবার আয়োজন করছে।”
প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে যকৃতের ক্যান্সারে ভুগছিলেন হাজি নুরুল ইসলাম। বুধবার দুপুরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিন দিন বাড়ছিল লিভার ক্যান্সারে আক্রান্তের সংখ্যা। অল্পবয়সীদের শরীরে হানা দিচ্ছে ফ্যাটি লিভারের মতো অসুখ। চিকিৎসকদের মতে, সেই রোগই কিন্তু আরও বেশি করে ঠেলে দিচ্ছে লিভার ক্যান্সারের দিকে।