Vidyasagar, Bankura, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালিত হলো বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ সেপ্টেম্বর: ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্ম দিবস শ্রদ্ধার সাথে পালিত হলো বাঁকুড়ায়। আজ দুপুরে কালেক্টরেট প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ভিস ডক্টরর্স ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস, বিপিটিএ-র জেলা সভাপতি স্বপন গড়াই, সরকারি চালক ও কারিগরি কর্মচারী সমিতির জেলা সভাপতি মানিক মন্ডল, ইউনিয়নের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মমর্যাদা, নীতি আদর্শের সাথে তাঁর আপোষহীনতা এবং নৈতিক মূল্যবোধের দিকগুলি আলোচিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালেক্টরেট কর্মচারী রিঙ্কু দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *