আমাদের ভারত, ৬ আগস্ট: বাংলাদেশের ব্যাপারে কেন্দ্রের মতোই সতর্ক ভূমিকা নিয়ে বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স বার্তায় বিষয়টিকে স্বাগত জানিয়েও খোঁচা দিয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু এক্স বার্তায় লিখেছেন, “মমতা বলেছেন, বাংলাদেশের ব্যাপারে কেন্দ্রীয় সরকার যা বলবে উনি তাই করবেন। এ কথাটা উনি শুভবুদ্ধি থেকে বলেছেন বা গুঁতো খেয়ে, তা জানি না। কিন্তু যা-ই হোক, ঘোষণাটি স্বাগত। অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কোনো রাজ্য সরকারের কোন ভূমিকা নেই।”
জনৈক শান্তনু রায়চৌধুরী এক্স বার্তায় লিখেছেন, “বাংলাদেশ এখনো মনে হচ্ছে কিছু জামাত বাহিনীর কিছু উন্নয়নের ভালোবাসা যদিও গণহত্যা অব্যাহত রয়েছে। এটাই হয়তো বা বাংলাদেশের উন্নয়নের বাহিনীদের ভবিষ্যতে ভাগ্য হতে চলেছে। বাংলাদেশকে আফগানিস্তান তৈরি করতে কিছু উন্নয়নের বাহিনী সাহায্য করতে চায়,
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভাববে?” এর প্রতিক্রিয়ায় ওপরের মম্তব্য করেছেন তথাগত রায়।