আমাদের ভারত, ৬ আগস্ট: বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিনিসপত্র লুঠ করা নিয়ে এক্স বার্তায় কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সঙ্গে পুনরায় পোস্ট করেছেন ওই লুঠের একটি ভিডিও ও দুটি স্থির চিত্র।
তথাগতবাবু লিখেছেন, “এত বিপ্লবের কথা পড়েছি, শুনেছি তবে পৃথিবীর কোনো বিপ্লবের শেষে চেয়ার টেবিল ফ্যান এমনকি ফুলের টব লুঠ করে বিপ্লবীদের বাড়ি ফিরতে কখনো দেখিনি।”
এদিন এক্স বার্তায় সুজয় মণ্ডল ও শান্তনু বিশ্বাসের সমগোত্রীয় দুটি পোস্ট পুনরায় পোস্ট করেছেন তথাগতবাবু। সুজয়বাবু পোস্টে লিখেছেন, “রাজহাঁস থেকে শুরু করে ফ্রিজের মাছ, অন্তর্বাস থেকে শুরু করে টিভি, আহা কি মহান বিপ্লবী!” শান্তনুবাবু পোস্টে
লিখেছেন, “৭৫ বছর বয়সী এক মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস লুঠ করে উল্লাসে মেতে ওঠা ছাত্র আন্দোলন ও দেখিনি।”