Tathagata, Hindu, পূর্ব পাকিস্তান থেকে বাস্তুচ্যুত হিন্দুদের কটাক্ষ তথাগত’র

আমাদের ভারত, ৬ আগস্ট: পূর্ব- পাকিস্তান থেকে বাস্তুচ্যুত হওয়া হিন্দুদের কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তিনি এক্স বার্তায় লিখেছেন, “হিন্দুরা বাস্তুচ্যুত হয়েছে বেশিরভাগ পূর্ব পাকিস্তান আমলে ১৯৪৭-১৯৭১ এ। কিন্তু দোষ এই গাধা, গন্ডমূর্খের নয়। দোষ সেই সব পূর্ব পাকিস্তান থেকে বাস্তুচ্যুত হিন্দুদের, যারা নিজেদের ‘একখান দ্যাশ আসিল’ বলে বিলাপ করেছেন, কিন্তু কেন এবং কী করে তারা চৌদ্দ পুরুষের ঘরবাড়ি ছেড়ে এলেন তা পরবর্তী প্রজন্মকে বলে যাননি।

এদিন এক্স বার্তায় জনৈক কৌস্তভ ব্যানার্জি লিখেছেন, “হিন্দু বাংলাদেশি অত্যাচারিত হলেও কিছু যায় আসে না আমাদের, ওরা বিদেশি, ভারতীয়রা নাকে কান্না বন্ধ করুক, ১৯৭১ থেকে পশ্চিমবঙ্গে রিফিউজি ঢুকেই চলেছে তাদের আধার ভোটার, পাসপোর্ট যা সব আছে। ধর্মের চেয়ে দেশ বড়। মাতৃভাষার চেয়ে মাতৃভূমি বড়। সব ওপেন বর্ডার সিল হোক।” এর প্রেক্ষিতেই ওপরের মতামত লিখেছেন তথাগতবাবু।

এই সঙ্গে তথাগতবাবু এদিন অপর একটি এক্স বার্তায় লিখেছেন, “রোববার সারা বাংলাদেশে সহিংস বিক্ষোভে নিহত ১০০ জনের মধ্যে বাংলাদেশের রংপুরের একজন হিন্দু কাউন্সিলর কাজল রায়ও ছিলেন। প্রতিবেদনগুলি ইঙ্গিত করে যে ইসকন এবং কালী মন্দির সহ হিন্দুদের বাড়ি, ব্যবসা, দোকান এবং মন্দিরগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ভক্তরা বিপদজনক পরিস্থিতিতে ওই সব জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। প্রতিবেদনে আরও এসেছে যে রবিবার, জমিয়তে ইসলামী গ্রুপের সাথে জড়িত মৌলবাদীরা রায়গঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক প্রদীপ ভৌমিককে কুপিয়ে হত্যা করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *