Tathagata Roy কচুবন-বিহারী বলে এক্স হ্যান্ডলে জয়প্রকাশকে তোপ দাগলেন তথাগত রায়

আমাদের ভারত, কলকাতা, ৩ মে: সামাজিক মাধ্যমে প্রকাশ্যেই তর্কে জড়িয়ে পড়লেন একদা বিজেপি-র দুই নেতা তথাগত রায় ও জয়প্রকাশ মজুমদার। প্রাক্তন রাজ্যপাল তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগতবাবু এখন অবসরপ্রাপ্ত। আর
জয়প্রকাশবাবু দলবদল করে এখন তৃণমূলের অন্যতম রাজ্য সহ সভাপতি।

জয়প্রকাশবাবু শুক্রবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “তিন বছর আগে ২০২১ এর ২রা মে। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল।
নরেন্দ্র মোদীর বিজেপি গোহারা হেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে। সেদিন বিজেপির কেন্দ্রীয় নেতারা কিভাবে পার্টি অফিস ছেড়ে, কলকাতা ছেড়ে পালিয়ে ছিলেন সে কথা মনে পড়লে আজও হাসি পায়!” এটি যুক্ত করা হয়েছে তৃণমূলের এক্স হ্যান্ডলের সঙ্গে।

তথাগতবাবুকে উদ্দেশ করে অপর একটি এক্স হ্যান্ডলে জয়প্রকাশবাবু লিখেছেন, “চূড়ান্তভাবে ফ্রাস্ট্রেটেড একজন মানুষ। তাঁর ভাষা এবং মানসিকতা সেটাই বারবার প্রমাণ করছে। মনে রাখা দরকার তার দল বিজেপিও তাকে বাদ দিয়েছে।”

জবাবে জয়প্রকাশবাবুকে যুক্ত করে তথাগতবাবু লিখেছেন, “কচুবন-বিহারী দুই বার দলবদলু হঠাৎ X-handle-এ খুব সক্রিয় হয়ে উঠেছেন। বোধ হয় পশ্চাদ্দেশে মিয়ার লাথির ব্যাথা এতদিনে একটু কমেছে। এখন মরিয়া চেষ্টা, কুনালের জায়গাটায় যদি ঢুকে পড়া যায়। আর যদি সেই প্রতারণার মামলাটা, যেটার জন্য হাজতবাস করতে হয়েছিল, চেপে দেওয়া যায়!”

অপর একটি এক্স হ্যান্ডলে তথাগতবাবু লিখেছেন, “ভাই জয়প্রকাশ KBDBD (কচুবন-বিহারী দুই বার দলবদলু) তোমার সঙ্গে আমার কিছু মিল আছে। আমরা দুজনেই কিছুদিন প্রবাসে ছিলাম। আমি রাজভবনে, আর তুমি হাজতে। পাছে ভুলে যাও তাই লিংক দিলাম। ভাল থেকো ভাই !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *