Tathagata Roy, Governor রাজভবন-কাণ্ডে রাজ্যপালের পাশে তথাগত রায়

আমাদের ভারত, কলকাতা, ৩ মে: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি নাকি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানি করেছেন। বিষয়টিতে রাজ্যপাল বোসকে সমর্থন করে এক্স হ্যান্ডলে মন্তব্য করেছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু লিখেছেন, “যারা শ্লীলতাহানি করে তারা সুযোগ পেলেই যে মহিলাকেই পায় তার সঙ্গেই এই কাজ করে বা চেষ্টা করে। তার ফলে তাদের ‘সুনাম’ দিগ্বিদিকে ছড়িয়ে পড়ে। সি ভি আনন্দ বোসকে আমি ওঁর মেঘালয়ে থাকার সময় থেকে চিনি। কস্মিনকালে এরকম বদনাম ওঁর সম্বন্ধে কখন শুনিনি। স্পষ্টতই এটি তৃণমূলের কাজ। এত চুরি ও অন্যান্য কুকীর্তির ফলে তারা নাজেহাল হয়ে এই কাজ করেছে।

এই মহিলাকে ভারতীয় দণ্ডবিধির ২১১ নং ধারায় অভিযুক্ত করা উচিত। এই সব ছাড়াও, সংবিধানের ৩৬১ নং অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা একেবারেই যায় না।”

অপর এক্স হ্যান্ডলে তথাগতবাবু মন্তব্য করেছেন, “রাজভবনের যে অস্থায়ী মহিলা কর্মীটি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করেছেন তার প্রতি আমার সমবেদনা রইল। আপনি কি সাপের গর্তে হাত ঢুকিয়েছেন, নিজেই জানেন না। যখন বিপদে পড়বেন তখন কিন্তু তৃণমূলের কেউ আপনাকে চিনতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *