আমাদের ভারত, কলকাতা, ৩ মে: তাঁর বদলে আইপ্যাকের প্রতীক জৈনকে দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগের প্রকাশ্য আরজি জানালেন বিতর্কিত নেতা কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে এই পরামর্শ দিলেন তিনি।
তাঁর শূন্যপদে বসানো হোক ভোটে তৃণমূলের রণকৌশল নির্ধারক সংস্থা ‘আইপ্যাক’-এর বর্তমান প্রধান পরামর্শদাতা প্রতীক জৈনকে। দলের কাছে এমনই ‘আর্জি’ জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বুধবার শাস্তি ঘোষণার পরেও কুণাল দলের একাংশের বিরুদ্ধে তোপ দাগা জারি রেখেছেন। নাম না করেও প্রকাশ্যে দলের ‘তারকা’ নেতা-মন্ত্রীদের বিঁধছেন। এ বার তিনি মুখ খুললেন আইপ্যাক এবং প্রতীককে নিয়ে।
শুক্রবার কুণাল এক্স হ্যান্ডলে লিখেছেন, “সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, ‘অপদার্থ’ ও ‘দলবিরোধী’ কুণাল ঘোষের শূন্যপদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। দলের মঙ্গল হোক।”
প্রসঙ্গত, তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বৃহস্পতিবার বাদ পড়ে অনুগামীদের সামনে কেঁদে ফেলেন কুণাল ঘোষ। বলেন, ‘পদে নয়, পথে আছি। যেখানে তৃণমূল, যেখানে তৃণমকর্মীরা, দেওয়াল লিখনের কর্মী, বুথকর্মী কুণাল ঘোষ তাঁদের সঙ্গে আছে এবং থাকবে’।