আমাদের ভারত, ২১ মে: অবিলম্বে স্বামী প্রদীপ্তানন্দর নিরাপত্তার ব্যবস্থা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আবেদন জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু মঙ্গলবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন: দয়া করে অবিলম্বে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করুন।” ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যক্তিগত এবং তাঁদের দফতরে এই এক্স-বার্তা পাঠিয়েছেন তথাগতবাবু।
এ ছাড়াও, জলপাইগুড়ি সেবক রোডে রামকৃষ্ণ মিশনে ঢুকে একদল সশস্ত্র দুষ্কুতীর সাম্প্রতিক হামলার খবর এক্স-বার্তায় যুক্ত করে তথাগতবাবু এ দিন লিখেছেন, “বাবু যত বলে পারিষদ দলে কহে তার শত গুণ”। নেত্রী যখন রামকৃষ্ণ মিশনকে মুখে আক্রমণ করেছেন তখন তার ক্যাওড়ারা কি পিছিয়ে থাকবে?”