আমাদের ভারত, ২১ মে: “সাধুদের রক্ষা করতে, অশুভ শক্তির বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে আমি প্রতিটি যুগে আসি।” এর সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি দিয়ে এক্স বার্তায় সন্ত-অপমানের সমালোচনা করেছেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
তিনি লিখেছেন, “ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ (দিলিপ মহারাজ) বলেছেন যে ইসকন, ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনের মতো হিন্দু সংগঠনগুলির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজে মন্তব্যের প্রতিবাদ করবে গোটা দেশ৷ দেশবাসীর পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন।”
স্বামী বিশ্বাত্মানন্দ বলেছেন, “তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ। শিশুপালকেও বধ করার আগে শ্রীকৃষ্ণ তাকে অনেক সুযোগ দিয়েছিল।”